মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যেকোন সাধারণ জিনিসই আশ্চর্য দেখায়। কারন ছোট ছোট এই জীবগুলোর শারীরিক গঠন খালি চোখে স্পটষ্ট দেখা যায় না যা মাইক্রোস্কোপে ধরা পড়ে। মাইক্রোস্কোপে একটা পিঁপড়া কেমন দেখা যায় তা যদি সচরাচর খালি চোখে দেখতে পেতেন তবে ভয়ে দৌড় দিতেন। চলুন দেখে নেই তেমন কিছু মাইক্রোস্কোপিক ছবি।
পিঁপড়া
মাছি
স্ট্রবেরী
লবণের দানা
ঘাস
উকুন
জিহ্বা
(টুথ)ব্রাশ ব্রেসেলস
তুষারকণা
চক (Chalk)
কম্পিউটার চিপ
বলপেন
লেখা: শেখ মো. আনাস। ছবি: ইন্টারনেট
1,071 total views, 1 views today
Please Like & Share
পিঁপড়া আর মাছি দেখে ভয় পাইছি।