লকডাউনে ঘরে থাকার এই সময়ে আপনি যদি নিজে নিজেই ইংরেজী শেখার চেষ্টা করেন তবে দারুন এক কাজ করছেন। এখনই সময় নিজেকে দারুন কিছু দক্ষতায় যোগ্য করে গড়ে তোলার। সেক্ষেত্রে ইংরেজীতে স্মার্ট হওয়া আপনাকে কর্মক্ষেত্রে আরো একধাপ এগিয়ে দিবে এটা নিশ্চিত। কিন্তু কিভাবে সেটা সম্ভব? কিভাবে ঘরে বসেই অনলাইনে শিখতে পারেন ইংরেজী? আসুন জেনে নিই অনলাইনে বিনামূল্যে ইংরেজি কোর্স করায় এমন ৩টি সেরা ওয়েবসাইটের বিস্তারিত।
Alison
Alison এ বিনামূল্যে ইংরেজি কোর্স করার সকল ব্যবস্থায় রয়েছে অনলাইনে। এখানে সবার জন্যই মানানসই কোর্স বিদ্যমান যাতে আপনি নিজের পছন্দ মত দ্রুত বা ধীরে ধীরে অধ্যয়ন করতে পারেন এমন কোর্স বেছে নিতে পারেন। আপনি যদি সাফল্যের সাথে কোন কোর্স শেষ করতে পারেন, তবে ফি দিয়ে ডিপ্লোমা সনদপত্রও গ্রহন করতে পারবেন। যেতেতু এটি একটি ওয়েবসাইট ভিত্তিক শিক্ষাগ্রহন পদ্ধতি, তাই সাইটটিতে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়ে থাকে। তবে আপনি যদি বিজ্ঞাপন দেখতে না চান তবে পুরো বছরের জন্য সমস্ত কোর্সের উপকরনগুলিতে বিজ্ঞাপন-মুক্ত অ্যাক্সেসের জন্য একটি সামান্য ফি দিতে পারেন।
Alison এর কোর্সগুলি থেকে আপনার প্রয়োজন ও পছন্দমত বেছে নিতে পারেন নিচের কোর্সগুলো:
English Speaking Skills
English Grammar Courses
Introduction to Business and Travel English
এছাড়া এখানে ক্লিক করে দেখে নিন Alison সমস্ত ইংরেজি কোর্সের আদ্যোপান্ত।
MOOEC
Massive Open Online English Course (MOOEC) একটি দারুন ইংরেজি শেখার সাইট। এখানেও আপনি কোর্স করতে পারবেন বিনামূল্যে। ইংরেজিতে আপনি শিক্ষানবিশ বা মোটামুটি জানাশোনা যেমনই হোন না কেন, আপনার জন্য MOOEC এ একটি কোর্স পাবেনই। এখানে কোর্সগুলো তৈরি করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের দক্ষ শিক্ষকগনকে দিয়ে তাই তাদের শিক্ষামান খুবই উচ্চ পর্যায়ের হয়ে থাকে। এখানে সংক্ষিপ্ত কোর্সগুলো আগে চর্চা করে নিতে পারেন। তারপর যদি মনে হয় দীর্ঘ কোর্সগুলোও করা যায় বা আপনার কাজে দিবে তবে ভর্তি হতে পারেন যেকোন দীর্ঘ কোর্সে। এখানে রয়েছে দারুন সব ইংরেজী কোর্স এর সিলেবাস যা আপনাকে গড়ে তুলবে স্মার্ট ইংলিশম্যান হিসেবে।
MOOEC এর কয়েকটি কোর্স লিংক এখানে দেওয়া হল:
IELTS Listening Course
Common Mistakes in English
Elementary English Course
FutureLearn
অনলাইনে নিজে নিজে কোর্স করার একটা বড় অসুবিধা হলো কোনা শিক্ষকের সাথে যোগাযোগ করা যায় না। মানে ইন্টারাকশনটা হয় না। কিন্তু কোন প্রতিষ্ঠান যদি অনলাইনে সেই সুযোগটি করে দেয় তবে তা হবে চমৎকার তাই না? হ্যাঁ, FutureLearn আপনাকে সেরকম ব্যবস্থাই করে দিবে। শুধু তাই না, দুনিয়াব্যাপি তাদের অন্যান্য অনলাইন শিক্ষার্থীদের সাথেও আপনার একটা ইন্টারকশনের ব্যবস্থা করে দিবে তারা। FutureLearn এর অনেক কোর্স রয়েছে যেগুলো শুরুর একটা নির্দিষ্ট সময় তারিখ রয়েছে। ফলে আপনি খুব সহজেই গ্রুপ স্টাডি করতে পারবেন অন্যদের সাথে। তাই এদের কোর্সগুলো ইংরেজী শেখার জন্য দারুন এক উপায়। এখান থেকেও আপনি কোর্স শেষে সনদপত্র সংগ্রহ করতে পারবেন। এদের বেশির ভাগ কোর্সই কোন না কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃক প্রনয়নকৃত। FutureLearn সাধারনত একাডেমিক ক্ষেত্রে ইংরেজী কোর্স অফার করে থাকে। সুতরাং আপনি যদি এখান থেকে কোন কোর্স করেন তবে সেটা একাডেমিক ক্ষেত্রে দারুন কাজে দিবে।
FutureLearn এর যে কোর্সগুলো আপনার ভাল লাগবে:
Curse on Writing in English for University Study.
Cambridge English IELTS
Understanding the IELTS
10,840 total views, 27 views today
Be the first to comment on "অনলাইনে ফ্রী ইংরেজি কোর্সের সেরা ৩টি ওয়েবসাইট"